মায়ের আঁচলের তলায় সুরক্ষিত বাংলা, মুখ্যমন্ত্রীর ছবি এঁকে শেয়ার করলেন আইপিএস অফিসার! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

মায়ের আঁচলের তলায় সুরক্ষিত বাংলা, মুখ্যমন্ত্রীর ছবি এঁকে শেয়ার করলেন আইপিএস অফিসার!

বিবিপি নিউজ: তিনি আইপিএস অফিসার। তাঁর ভাবনায় উঠে এসেছে মমতাময়ী মায়ের ছবি। তিনিই যে বাংলার মানুষদের এমন দুঃসময়ে আগলে রেখেছেন তা কথায় প্রকাশ না করলেও ‌তুলির টানে বুঝিয়ে দিয়েছেন। করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন তাতে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন।

দেশ তথা বিশ্ব জুড়ে করোনায় কাঁপছে। দিন-রাত লড়াই করে চলেছেন চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশংসিত। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও বিরোধী দলনেতা কর্মীরা প্রশংসা করেছেন। এবার তুলির টানে নিজের ভাবনা ফুটিয়ে তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে কুর্নিশ জানিয়েছেন খোদ আইপিএস কর্তা ঋষিকেশ মীনা। নিজের ডিউটির ফাঁকে হাতে তুলে নিয়েছেন আঁকার সরঞ্জাম। একে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে যেন তেন ছবি নয়। গোটা বিশ্বের এমন মহামারি পরিস্থিতিতে শাড়ির আঁচল দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে আগলে রেখেছেন মুখ্যমন্ত্রী।‌ এই ছবি ঋষিকেশ বাবু তার ফেসবুক অ্যাকাউন্টে পোষ্ট করে লিখেছেন 'মায়ের আঁচলের তলায় সুরক্ষিত আমরা"।


Pages