বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমন রুখতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন শেষ হতে আর বারো দিন বাকি। অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন পরিস্থিতি। আর এর মধ্যেই গুঞ্জন শুরু হয়েছিল সামাজিক মাধ্যম থেকে। সম্প্রতি প্রশ্ন উঠতে শুরু করে এই লকডাউনে আগামী দিনে আরও বাড়বে কিনা। তবে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মন্ত্রিপরিষদের সচিব রাজীব গৌবা। ১৪ এপ্রিলের পর লকডাউন আর বাড়ানো হবে না।
এমন পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ থেকে ইঙ্গিত মিলেছে, ১৫ এপ্রিল থেকে স্বাভাবিক হতে পারে রেল এবং বিমান পরিষেবা। ওই দিন থেকে যাত্রীরা প্লেন বা ট্রেন যাত্রার পরিকল্পনা করে টিকিট বুক করতে পারেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২২ মার্চ করোনার ভাইরাস সংক্রমণ রোধে কেন্দ্রীয় সরকার রেল ও বাস পরিষেবা বন্ধ করে দেয়। এরপরে আস্তে আস্তে বাতিল হয় সমস্ত বিমান পরিষেবাও। ষ ২৫ মার্চ মধ্যরাত থেকে সারা দেশে ২১ দিনের 'লকডাউন' ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। এই ঘোষণার পরে, ভারতীয় রেলপথ ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত যাত্রী পরিষেবা বন্ধ করে দেয়। যদিও, মালবাহী ট্রেন চালু রয়েছে অত্যাবশকীয় পণ্য সরবরাহের জন্য।