বিরল ঘটনা! মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম দক্ষিণেশ্বরে দর্শনার্থী বিহীন পয়লা বৈশাখ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

বিরল ঘটনা! মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম দক্ষিণেশ্বরে দর্শনার্থী বিহীন পয়লা বৈশাখ

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। শুধু ভারতে নয় বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা ঘরবন্দী অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে ফের লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। অত্যবশ্য পন্য ছাড়া বন্ধ সবকিছু। আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জনা সমাগম, মিটিং মিছিল। এই পরিস্থিতিতে তালা পড়ছে গোটা দেশের ধর্মীয় স্থানে। ফলে মন্দির, মসজিদ, গির্জায় জনশুন্য। 
আজ পহেলা বৈশাখ ১৪২৭। প্রতি বছর এই দিনে ভিড়ে ঠাসাঠাসি থাকে দক্ষিণেশ্বরের মন্দিরে।
 প্রতিবারই এই দিনটিতে পুজো দেওয়া কিংবা হালখাতায় ফুল চন্দন দিতে ভক্তদের লম্বা লাইন পড়তো। ভোর রাত থেকে ভক্তরা সমবেত হতেন। আজ সেই দৃশ্য উধাও।
১৮৫৫ সালে মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম নববর্ষ দর্শনার্থী বিহীন  বিরল ঘটনার সাক্ষী রইলো উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। এদিন সকাল থেকেই বন্ধ মন্দির। মূল ফটকে তালা দেওয়া। শুনশান মন্দির চত্বর। অথচ তবে, অনেকেই এসেছেন ফুলমালা নিয়ে পুজো দেবার আশায়। মন্দিরের মূল ফটকে মালা দিয়ে বাড়ি ফিরে গেছেন। 

Pages