বিবিপি নিউজ: কোয়ারেন্টাইন সেন্টার তৈরি নিয়ে গ্রামবাসীদের ও পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে আসানসোলের চুরুলিয়া গ্রাম। অভিযোগ গ্রামবাসীরা দলবেঁধে হামলা চালায় পুলিশের উপর।
দল বেঁধে রড–ইট এমনকী বোমা ও গুলি ছোড়া হয় বলেও খবর মিলেছে। রডের আঘাত পা ভেঙেছে জামুড়িয়া থানার ওসির। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ থেকে ৪ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয় পুলিশকে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহত পুলিশ কর্মীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামলাতে জামুরিয়া থানা থেকে পুলিশ বাহিনী পাঠানো ক্রুদ্ধ গ্রামবাসীদের আটকাতে। গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে পুলিশের গাড়িতে ইট ছুঁড়তে থাকেন বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত, জামুড়িয়া থানা এলাকার চুরুলিয়া গ্রামে একটি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি নিয়ে গত কয়েকদিন ধরেই বিরোধিতা করছিলেন গ্রামবাসীরা। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় তারা কোয়ারেন্টাইন সেন্টার অন্য জায়গায় সরানোর দাবি জানিয়ে আসছিলেন। মঙ্গলবার পয়লা বৈশাখের সকালে সেই বিক্ষোভ চরমে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। লোহার রড ও বাঁশ নিয়ে পুলিশের ওপর চড়াও হন একদল গ্রামবাসী। খবর পেয়ে আরও বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন জামুড়িয়া থানার ওসি সুব্রত ঘোষ। তাঁকেও আক্রামণ করে উন্মত্ত গ্রামবাসীরা। রড দিয়ে মারধর করা হয় তাঁকে। যার জেরে সুব্রতবাবুর পা ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় কমবেশি প্রায় ২৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে কয়েকজন মহিলা পুলিশকর্মীও রয়েছেন বলে খবর।