বৈশাখের প্রথমেই কালবৈশাখীর পূর্বাভাস,ধেয়ে আসছে - BBP NEWS

Breaking

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

বৈশাখের প্রথমেই কালবৈশাখীর পূর্বাভাস,ধেয়ে আসছে

বিবিপি নিউজ: বৈশাখের প্রথম থেকেই আবহাওয়া টালমাটাল। কখনও কাঠফাটা রোদ ও গুমোট গরমে নাজেহাল ঘরবন্দী মানুষের। এমন পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল। এবার সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। আর কিছুক্ষণেই ধেয়ে আসছে বৃষ্টি। শুধু কলকাতই নয়, পাশ্ববর্তী জেলা সহ  বৃষ্টি হতে পারে  বীরভূম,ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত রয়েছে। আবার একটি বিপরীত ঘূর্ণাবত রয়েছে বঙ্গোপসাগরের মাঝবরাবর। পাশাপাশি একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ ছুঁয়ে উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বহু অঞ্চলে। 

Pages