বিবিপি নিউজ: মাল্টি ডিভাইস সাপোর্ট সমস্যার সমাধান। এবার থেকে একই সময়ে এক সঙ্গে একাধিক ডিভাইসে লগ ইন করা যাবে। এই ভার্সান গত বছর আইফোন বিটা ভার্সনে প্রথম দেখা গিয়েছিল। এই ফিচারে একই WhatsApp অ্যাকাউন্ট থেকে একাধিক ডিভাইসে একই সঙ্গে লগ ইন করা যাবে।
এবার অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার পাঠাল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এর ফলে একের বেশি ডিভাইসে একই সঙ্গে একই অ্যাকাউন্ট থেকে WhatsApp ব্যবহার করা যাবে। এছাড়াও সাম্প্রতিকতম বিটা ভার্সনে নতুন নামে ডিলিট মেসেজ ফিচার ফিরে এসেছে।WhatsApp বিটা ভার্সন 2.20.110 এ নতুন ফিচারগুলি যোগ হয়েছে।