করোনার জেরে বন্ধ পরীক্ষা; প্রথম থেকে ক্লাস এইট পর্যন্ত সব পড়ুয়াদের পাশের সিদ্ধান্ত CBSE বোডের - BBP NEWS

Breaking

বুধবার, ১ এপ্রিল, ২০২০

করোনার জেরে বন্ধ পরীক্ষা; প্রথম থেকে ক্লাস এইট পর্যন্ত সব পড়ুয়াদের পাশের সিদ্ধান্ত CBSE বোডের

বিবিপি নিউজ: বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আক্রান্ত মৃত্যু মিছিল অব্যাহত। একের পর এক দেশ লকডাউন করেছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারও করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা করেন। যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। দেশের এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মেনেই পরীক্ষা ছাড়াই CBSE বোডের প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া হবে।

 এমনটাই সিদ্ধান্ত নিল CBSE তথা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে প্রোজেক্ট, ক্লাস টেস্ট, মিড টার্ম এগজ্যাম ইত্যাদি খতিয়ে দেখে পাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘প্রথম থেকে অষ্টম শ্রেণিক সমস্ত পড়ুয়াকে পরের শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে।





Pages