বিবিপি নিউজ: ভিন রাজ্যে থাকা শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে বিশেষ "শ্রমিক স্পেশাল" ট্রেন চালু করেছে কেন্দ্রীয় সরকার। ফলে যে যার বাড়িতে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যেই ১৪ দিন থেকে ২৮ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা ঘোষণা করেছেন ওড়িশা সরকার। এর জেরে আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফ মারলেন কমপক্ষে ২০ জন পরিযায়ী শ্রমিক। ইতিমধ্যেই পুলিশ ৭ জনকে পাকড়াও করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গুজরাটের আহমেদাবাদ থেকে ওড়িশায় একটি 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেন আসছিল। ওড়িশার আঙ্গুল জেলার মাঝিকার রেল ব্রিজে গতি কমতেই ট্রেন থেকে লাফ মারেন কমপক্ষে ২০ জন শ্রমিক। প্রথমে কেউ কিছু ভেবে উঠতে পারেনি। পরে স্থানীয় বেনাগড়িয়া গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ জানান, ' কমপক্ষে ২০ জন পালানোর চেষ্টা করেছিলেন। আমরা মাত্র সাতজনকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছি।'
আঙ্গুল জেলার পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, সাতজন পাশের দেওগড় জেলার বাসিন্দা। তিনি বলেন, 'তাঁরা ২৮ দিন কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকা নিয়ে আতঙ্কিত ছিলেন। তার জেরেই তারা পালানোর চেষ্টা করেন। ধৃতদের পুলিশ দেওগড় জেলার কোয়ারেন্টাইন কেন্দ্রতেই কড়া নজরদারির মধ্যে রেখেছেন।' বাকিদের খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।
