বিবিপি নিউজ: রাজ চক্রবর্তী ও শুভশ্রীর দ্বীতিয় বিবাহবার্ষিকীর দিন সকাল সকাল সুখবর দিলেন পরিচালক স্ত্রী। এদিন ইন্সটাগ্রামে একটি ছবি পোষ্ট করে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজে। এদিন সকাল ১০টা নাগাদ ট্যুইট করে শুভশ্রী বলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে।
করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় বন্ধ টলি পাড়ায় কাজকর্ম। মন খারাপ করা এই সময়েই খুশির খবর দিয়েছিলেন অভিনেত্রী কোয়েল। গত ৫'ই মে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। সেই রেশ কাটতে না কাটতেই টলি পাড়ায় আরও এক সুখবর। আজ ১১ মে, সোমবার সকালে ট্যুইট করে অভিনেত্রী শুভশ্রী জানালেন তিনি অন্তঃসত্ত্বা।