বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনার জেরে থমকে গিয়েছে সবকিছু। এর থাবায় তটস্থ গোটা বিশ্ব। বাদ পড়েনি শিক্ষাক্ষেত্রেও। মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে বহু পরীক্ষা। আটকে গিয়েছে ফল প্রকাশ। এই করোনার চোখরাঙানিতে মাঝপথেই থমকে গেছে মাধ্যমিকের উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ। এবার লকডাউনের মধ্যেই দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে প্রধান পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহের প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ।
পর্ষদ সূত্রে খবর, রাজ্যে যে সব জেলা গ্রিন জো়নের আওতায় রয়েছে সেখানে নম্বর সংগ্রহের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই চার জেলা থেকে প্রায় 80 শতাংশ নম্বর সংগ্রহ করা হয়েছে। এবছরে
18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থী ছিল 10 লাখ 15 হাজার 888 জন। এই বছর সঠিক সময়ে ফল প্রকাশ করতে প্রথম থেকেই পরীক্ষকদের সময়ে মূল্যায়ন শেষ করার নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই উদ্দেশ্যে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জোরকদমে শুরু হয়ে গেছিল উত্তরপত্র মূল্যায়নের কাজ। কিন্তু, তার মাঝে করোনায় বদলে দিয়েছে সে চিত্র। চারদিকে ভাইরাসের তান্ডবে দেশ জুড়ে লকডাউন শুরু হয়। এরপরেই থমকে যায় মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। পাশাপাশি নম্বর ও উত্তরপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়। লকডাউনের আগে প্রথম ভাগের উত্তরপত্র প্রধান পরীক্ষকদের কাছে জমা পড়লেও, দ্বিতীয় ভাগের উত্তরপত্র পড়েছিল পরীক্ষকদের কাছেই। এমনকী দুটি ভাগেরই নম্বর প্রধান পরীক্ষকরা পর্ষদের কাছে জমা করতে পারেননি। এবার সেই নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে ইতিমধ্যেই। পর্ষদ সূত্রে খবর লকডাউন উঠলেই তার কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে মাধ্যমিকের ফল।