লকডাউনে পরিবারের সাথে রান্নায় মাতলেন কবীরের প্রিতি কিয়ারা আদবানী! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

লকডাউনে পরিবারের সাথে রান্নায় মাতলেন কবীরের প্রিতি কিয়ারা আদবানী!

বিবিপি নিউজ: দেশব্যাপী লকডাউন চলবে ১৬ ই মে পর্যন্ত। এর পর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে দীর্ঘ লম্বা ছুটি কাটাচ্ছেন তারকারা। কারন তাদের শ্যুটিং বন্ধ। অন্যন অফিস কর্মচারীদের মতো বাড়িতে বসেও কাজ করতে‌ হচ্ছে না। ফলে ঘরে বসে নতুন দক্ষতা অর্জন এবং পরিবারের সাথে সময় কাটিয়ে চলছে ঘড়ির কাঁটা। কারন তাদের ব্যস্ততার কারণে তারা পারে না পরিবারের সঙ্গে খোলামেলা সময় কাটাতে।

এমন পরিস্থিতিতে ঘরবন্দী অবস্থায় মায়ের কাছে রান্না কীভাবে করতে হয় তা শিখছেন বলিউডের কবীর সিং খ্যাত অভিনেত্রী তথা কবীরের প্রিতি কিয়ারা আদবানী। লকডাউনে মায়ের কাছে লিখেছেন কেক তৈরি, কুকিজ, এমনকি গাজরের হালুয়া। সম্প্রতি এক দৈনিক সংবাদপত্রের সাক্ষাৎকারে একথা জানিয়েছেন কিয়ারা।

Pages