মেলেনি কর্মীদের ৩ মাসের বেতন,ঘটা‌ করে‌ মুখ্যমন্ত্রীর তহবিলে দান ইউপি জল নিগমের! - BBP NEWS

Breaking

বুধবার, ৬ মে, ২০২০

মেলেনি কর্মীদের ৩ মাসের বেতন,ঘটা‌ করে‌ মুখ্যমন্ত্রীর তহবিলে দান ইউপি জল নিগমের!

বিবিপি নিউজ: কথায় আছে না পেটে খেলে পিঠে সয়। কিন্তু করোনা পরিস্থিতিতে সে সব এখন শুধু পরিহাস হয়ে দাঁড়িয়েছে। তিন মাসের বেতন মেলেনি সরকারি‌ দপ্তরের কর্মীদের। আর সেই দপ্তরই ঘটা করে করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তৈরি স্টেট রিলিফ ফান্ডে ১.৪৭ কোটি টাকা সাহায্য দিলেন। সেই ছবি মুখ্যমন্ত্রী যোগী নিজের ট্যুইটারে শেয়ার করতেই গর্জে উঠলেন দফতরের কর্মীরা।

জানা গেছে, উত্তরপ্রদেশ জল নিগমের ২৫ হাজার কর্মচারীরা গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন পায়নি। এমনকি পেনশনভোগীরাও তাদের প্রাপ্য টাকা পায়নি বলে  জানা গিয়েছে। কিন্তু কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বিকাশ গোথওয়ালাল এবং পৌর উন্নয়ন মন্ত্রী আশুতোষ ট্যান্ডন  ডিমান্ড ড্রাফ্টে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেন যা কর্পোরেশনের কর্মচারীদের ফেব্রুয়ারি,২০২০-এর একদিনের বেতনের সমান।

 এই বিষয়ে কর্মচারী ফেডারেশনের কনভেনার অজয় পাল জানিয়েছেন যে কর্মচারীদের তিনমাস ধরে বেতন দেওয়া হয়নি। তারপরে তারা না জানিয়ে কিভাবে কর্মচারীদের বেতনের টাকা কেটে নিতে পারে? তিনি স্পষ্ট ভাষায় বলেন যে তাদের করোনা ফান্ডে টাকা অনুদান হিসেবে দিতে কোন সমস্যা নেই। কর্মচারীদের বেতন দেওয়ার সময় টাকা নেই , অথচ জল নিগম অনুদানের জন্য টাকা দিতে পারছে। যদি ফেব্রুয়ারি মাসের বেতন থেকে টাকা কাটতেই হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের অবশিষ্ট বেতনও দিয়ে দেওয়া উচিত ছিল। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে যোগী সরকার।

Pages