রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আজ রাজস্থান থেকে ছাড়ছে প্রথম ট্রেন - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আজ রাজস্থান থেকে ছাড়ছে প্রথম ট্রেন

বিবিপি নিউজ: আজ সোমবার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজস্থানের আজমেড় থেকে প্রথম  ট্রন ছাড়বে বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল ধনকড়।

মোট ১২০০ জন পরিযায়ীদের নিয়ে আগামীকাল অর্থাৎ ৫ মে কলকাতায় পৌঁছাবে। মাঝে দূর্গাপুর ও ডানকুনিতে থামবে। সোমবার বিকেল ৫টা নাগাদ এ রাজ্যের পরিযায়ীদের ফেরাতে ট্রেনটির সময়সূচী সম্পর্কে রবিবার বিকেলে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার রাজ্যপাল জগদীপ ধনকর ট্যুইটে লেখেন, “গতকাল রেলমন্ত্রী পিযুষ গোয়েলের সঙ্গে আলোচনা হয়েছিল আমাদের রাজ্যের পরিযায়ীদের ফেরানো নিয়ে। ৫ মে আসানসোল হয়ে একটি ট্রেন দুর্গাপুর থামবে, পরিযায়ীদের নিয়ে রাজস্থানের আজমেড় ছাড়বে ট্রেনটি”।

Governor West Bengal Jagdeep Dhankhar

✔@jdhankhar1

Had discussion with Railway Minister Piyush Goyal yesterday for facilitating return of migrants to our State.

One special train likely to reach and terminate at Durgapur via Asansol on 5th May scheduled to be departed from Rajasthan (Ajmer) carrying migrant from WB.

5:33 PM - May 3, 2020

Pages