ফাঁড়ির মধ্যে উদ্যম নাচ যুবকের, শাস্তির নিদান পুলিশ কর্তার - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

ফাঁড়ির মধ্যে উদ্যম নাচ যুবকের, শাস্তির নিদান পুলিশ কর্তার


বিবিপি নিউজ: পুলিশ ফাঁড়ির মধ্যে লকডাউন ভাঙায় শাস্তি হিসেবে নাচের নিদান দিলেন ফাড়ির অফিসার ইনচার্জ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। ইতিমধ্যেই ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে ভাবে অব্যাহতি দিয়েছে। ফাঁড়ির মধ্যে পুলিশি নিগ্রহের অভিযোগ সোচ্চার হয়েছে অনেকেই।

জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি উত্তরপ্রদেশের  এটাওয়া জেলার। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক হরিয়ানার পপস্টার স্বপ্না চৌধুরীর গানে দিব্য নাচছেন। আর হাততালি দিয়ে সেই যুবককে অভিবাদন জানাচ্ছেন ফাঁড়ির অন্য পুলিশকর্মীরা। ওই যুবক লকডাউন বিধি ভাঙায় তাঁকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। ঘটনার পর সেই ফাঁড়ির ইন-চার্জকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে তাঁকে বদলি করা হয়েছে পুলিশ লাইনে। 

Pages