বিবিপি নিউজ: বলিউডের একের পর এক অভিনেত্রীদের হেনস্তার কথা নতুন কিছু নয়। এবার ফের ছবি নির্মাতাদের বিরুদ্ধে রীতিমতো বিষ্ফোরণ ঘটালেন অভিনেত্রী শার্লিন চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করলেন।
বলিউডে তার আগমন করার প্রথম দিনগুলোয় চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে অশালীন প্রস্তাব পেতেন। কিন্তু প্রথম প্রথম সে সব বুঝতেই পারতেন না তিনি। এমনই দাবি করেছেন শার্লিন। লকডাউনের মধ্যে ইনস্টাগ্রাম লাইভে সাক্ষাৎকার দেন শার্লিন।
যেখানে তিনি বলেন, ‘কোনোরকম সোর্স ছাড়াই ছবির জগতে পা রাখার চেষ্টা করেন তিনি। তখন তিনি কেউ নন, কেউ চেনেন না তাকে। ছবি নির্মাতাদের কাছে যেতেন, ভাবতেন, তিনি নিজের মধ্যে যে প্রতিভার ঝলক দেখেছেন, তারাও তা দেখতে পাবেন। পোর্টফোলিও নিয়ে যেতেন তিনি, আর তারা বলতেন, আচ্ছা ঠিক আছে, ডিনারে দেখা হবে তাহলে।’
ডিনার মানে ওই প্রযোজক-পরিচালকরা যে অন্য কিছু বোঝাতে চেয়েছেন তা বুঝতেন না শার্লিন। ৪-৫ বার এক ঘটনার পর তিনি বোঝেন, ডিনার শব্দের আসল অর্থ। তখন থেকে এ ধরনের প্রস্তাব এলে তিনি আর চুপ করে থাকতেন না। তাকে কেউ ডিনারের কথা বললেই তিনি বলতেন, ‘আমি ডিনার-টিনার করি না, আমার ডায়েট চলছে।’
