চিন্তার অন্যত্তম কারন বড়বাজার,বেড়ে চলেছে সংক্রমণ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২০

চিন্তার অন্যত্তম কারন বড়বাজার,বেড়ে চলেছে সংক্রমণ


বিবিপি নিউজ: রাজ্যে নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১২৪ জন। মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৪। প্রাণ হারিয়েছেন ১১৮ জনের। আরও ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৯ জন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমন তথ্যই মিলেছে।

কলকাতায় উদ্বেগজনক ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে শুধু কলকাতাতেই সক্রিয় আক্রান্ত ৬২১ জন। করোনার কারণে মৃত্যু হয়েছে ৭৭ জনের। ৫২ জন মারা গিয়েছেন কো-মর্বিডিটিতে। তাঁদের শরীরেও করোনার উপস্থিতি মিলেছিল। কলকাতায় আক্রান্তের সংখ্যা বড়বাজার এবং মেছুয়া এলাকায় ব্যাপক হারে বেড়ে চলেছে। ফলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের। 

বড়বাজার  এলাকায় যে ভাবে ভিন রাজ্য থেকে ট্রাকের যাতায়াত বাড়ছে এবং ন্যূনতম সতর্কতা অবলম্বন না-করে পণ্য ওঠানো-নামানোর কাজ চলছে, তাতে যে কোনও দিন সেখানে বিস্ফোরকের আকার নিতে পারে এই অতিমারি। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতর মনে করছে, করোনা প্রতিরোধে যে প্রাথমিক সতর্কতা প্রয়োজন, সেটুকুও ওই এলাকায় মানা হচ্ছে না। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে বড়বাজার, মেছুয়া এবং পোস্তায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা। প্রয়োজনে পুলিশি ব্যবস্থা আরও জোরদার করে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবা হচ্ছে সরকারি মহলে। বড়বাজারের পরিস্থিতি আঁচ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দিন কয়েক আগে জানিয়েছিলেন, ওই এলাকার বাজার সরিয়ে নেওয়া হতে পারে। কিন্তু কোথায় তা সরানো হবে, এখনও ঠিক হয়নি। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ, মঙ্গলবার ওই এলাকার বাজার সংগঠনগুলির নেতাদের পুর ভবনে ডাকা হয়েছে। সেখানে হাজির থাকবেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা।   

Pages