Corona Update! আক্রান্ত ৫০ হাজার, মৃত ১৭ শো ছাড়িয়েছে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

Corona Update! আক্রান্ত ৫০ হাজার, মৃত ১৭ শো ছাড়িয়েছে

বিবিপি নিউজ: দেশ জুড়ে চলছে তৃতীয় পর্যায়ে লকডাউন। ঘরবন্দী অবস্থায় ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে রকেটের গতিতে।  ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছড়িয়েছে, মৃত্যু হয়েছে ১৭৮৩ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫২৬৬ জন। তবে বেশ কিছু রাজ্যে নতুন করে আক্রান্তের খবর পাওয়া যায়নি।

দেশে ভাইরাস আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র (১৬৭৫৮)
মারা গিয়েছেন(৬৫১) এরপরেই রয়েছে গুজরাত (৬৬২৫) মারা গিয়েছেন ৩৯৬, তারপর তামিলনাড়ুতে ৪৮২৯জন করোনায় আক্রান্ত তবে মৃত্যু সংখ্যা অনেকটাই কম। পশ্চিমবঙ্গ সহ দেশের এগারো রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজারের অধিক।
 পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৪৫৬, মৃত ১৪৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে মোট মৃতের ৭০ শতাংশের বেশি কোমর্বিডিটির জন্য।

Pages