বিবিপি নিউজ: দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবিলা করতে লকডাউন চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সংক্রমন রুখতে লকডাউন। আর এই ঘরবন্দী অবস্থায় দেশে বাড়বে জনসংখ্যা। এমনটাই তথ্য জানিয়েছে ইউনিসেফ।
ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস অতিমারীতে ঘরবন্দী অবস্থায় আরোও ঘনিষ্ঠ হয়ে উঠছে ফলে লকডাউন ঘোষণা করার পর থেকে ৯ মাসের মধ্যে রেকর্ড সংখ্যক শিশু জন্ম নিতে চলেছে ভারতে। মার্চ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ভারতে অন্তত ২ কোটি শিশু জন্ম নেবে বলে জানিয়েছে ইউনিসেফ। নবজাতকের এই সংখ্যা গোটা পৃথিবীর মধ্যে সর্বাধিক।এই করোনা আবহের মধ্যে গোটা বিশ্বে জন্ম নেবে ১১৬ মিলিয়ন শিশু।
