বিবিপি নিউজ,বিবেকানন্দ দাস: দীর্ঘ লকডাউনে জেরে মানুষের পকেট প্রায় শূন্য। এমতাবস্থায় মানুষের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আজ উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মোহনপুর অঞ্চলের মুচিখোলা গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি রবিন দাস এর তত্তাবধানে একটি ত্রান বিলি কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী লক্ষন সর্দার, সুধন্য সর্দার, ভীম দাস, নারায়ণ পাত্র, তাপস ঢালী, রবিন দাস। জেলার দায়িত্বপ্রাপ্ত সুনিতি রঞ্জন দাস প্রমুখ। এদিন এলাকায় মানুষদের হাতে আলু, পেয়াজ, কাঁচা লঙ্কা,পটল, বিস্কুট, সাবান, প্রভৃতি ত্রান সামগ্রি তুলে দেন। গ্রামের মোট ৬০ জন সাধারন মানুষের হাতে লকডাউনের দুঃসময়ে তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন কুসংস্কার দূর করে মানুষ কে বিজ্ঞানমনস্ক করে তোলার বার্তা দেন এবং মানুষকে ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।
