দেশে মারন ভাইরাসে আক্রান্ত 56342, মৃত 1886 - BBP NEWS

Breaking

শনিবার, ৯ মে, ২০২০

দেশে মারন ভাইরাসে আক্রান্ত 56342, মৃত 1886


বিবিপি নিউজ: বিশ্বব্যাপী করোনার চোখরাঙানি তীব্র হচ্ছে দিন দিন। বাড়তে আক্রান্তের সংখ্যা,মৃতের সংখ্যাও নেহাত কম নয়। ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 103। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় 3990 জনের শরীরে ভাইরাস থাবা বসিয়েছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 56342 ৷ মোট‌ মৃতের সংখ্যা 1886 জন।দেশে 37916 জন চিকিৎসাধীন রয়েছেন ৷

Pages