লকডাউনে টিফিনের টাকা বাঁচিয়ে দুটো লক্ষীর ভাড়ের টাকা দান করলেন মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ! - BBP NEWS

Breaking

শনিবার, ৯ মে, ২০২০

লকডাউনে টিফিনের টাকা বাঁচিয়ে দুটো লক্ষীর ভাড়ের টাকা দান করলেন মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে !


বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দী অবস্থায় গোটা দেশবাসী। কাজ হারিয়ে নিঃস্ব। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে অনেকেই এগিয়ে এসেছেন। তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল। এবার সেই তহবিলে দান করলেন ‌পঞ্চম শ্রেনীর এক ছাত্র।
তাঁর ক্ষুদ্র সামর্থ্য নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। বর্ধমানের গলসি ১ নং ব্লকের লোহা সন্তোষপুরের পঞ্চম শ্রেণীর ছাত্র শিবম চট্টোপাধ্যায় তার টিফিন খাওয়ার পয়সা বাঁচিয়ে একটু একটু করে রেখেছিলেন দুটি লক্ষ্মীর ভাঁড়ে। শুক্রবার ‌সেই দুই লক্ষীর ভাড়ে জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিলে দান করলেন। এদিন জেলাশাসকের হাতে তুলে দেন।

Pages