বাংলা থেকে বিশ্ব করোনা আক্রান্তে, মৃত্যু মিছিল অব্যাহত - BBP NEWS

Breaking

বুধবার, ৬ মে, ২০২০

বাংলা থেকে বিশ্ব করোনা আক্রান্তে, মৃত্যু মিছিল অব্যাহত

মাসুদূর রহমান: বাংলা থেকে শুরু করে সারা বিশ্বের ঘরে বাইরে একটাই নাম তা হলো কোভিড19।যার মৃত্যু লোলুপ জিহ্বার বিষে জর্জরিত হয়ে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে গোটা পৃথিবী।শিশু থেকে বৃদ্ধ তার করাল গ্রাস থেকে বাদ পড়েনি কেহই।সর্বোপরিউদ্বেগের কারণ হলো সারা বিশ্ব লকডাউন হওয়া সত্ত্বেও এই মারণ ব‍্যাধির আক্রমণ দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।

প্রথমেই আসা যাক রাজ‍্যের কথায়।ইতিমধ্যেই বুধবার পর্যন্ত রাজ‍্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা১৪৫৬ জন।এই আক্রান্তের সংখ‍্যার মধ্যে২৬৫জন চিকিৎসাধীনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।মোট মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৭২ জন।এর মধ্যে গত ২৪ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।ইতিমধ্যে রাজ‍্যে গত সোমবার থেকে খুলেছে মদের দোকান।পাশাপাশি মঙ্গলবার রাজস্থান থেকে১১৮৮ জন পরিযায়ী শ্রমিক নিয়ে প্রথম ট্রেনটিও এসেছে ডানকুনিতে।তাই তার প্রভাব যে রাজ‍্য জুড়ে পড়বে তা শুধু সময়ের অপেক্ষা।

দ্বিতীয়ত আসা যাক দেশের কথায়।মোট আক্রান্তের সংখ্যা ৪৯,৩৯১ জন।সুস্থ্য হয়ে ফিরছেন ১৪,১৮৩ জন।গত ২৪ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৬ জনের।বুধবার পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ১৬৯৪জন।গত ৫দিনে দেশ জুড়ে যে মৃত্যু মিছিল চলছে সেই পরিসংখ্যানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেই চোখ কপালে উঠবে।শনিবার ৭১ জন,রবিবার ও সোমবার ৮৩ জন করে, মঙ্গলবার সেই সংখ্যা টা এক লাফে পৌঁছে যায় ১৯৫ জন,আর বুধবার একটু কম হয়েছে ১২৬জনে।আর এই পরিসংখ্যান দেশবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সর্বশেষ আসা যাক বিশ্বের কথায়।বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা টা আরও বেশি ভয়ংকর।প্রায় ৩৭ লক্ষের কাছাকাছি।সুস্থ্য হয়েছেন ১২ লক্ষ মানুষ।আর এই মারণ ব‍্যাধিতে মৃত্যু হয়েছে ২,৫৭,২৮৮জন।করোনা মৃত্যুতে আমেরিকা সবার শীর্ষে।তারপর ইতালি, ব্রিটেন এক সারিতে অবস্থান করছে।

Pages