বিবিপি নিউজ: ভারত-পাকিস্তান সংঘর্ষে সবসময় উত্তপ্ত থাকে ভূস্বর্গ কাশ্মীর। গোলাগুলির লড়াইয়ে বিরাম থাকে না। তবে এবার করোনা পরিস্থিতি দু'দেশের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতির ঘটনা নজিরবিহীন। উত্তর সিকিমে সীমান্তে দু'দেশের সেনার মধ্যে উত্তেজনার পারদ চরমে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। দু'দেশের মধ্যে কমপক্ষে ১১ জন জওয়ান আহত হয়েছেন।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী জানা গেছে, উত্তর সিকিমের নাকু লা সেক্টরের কাছে (মুগুথাঙের আগে) দু'দেশের সেনা সংঘাতে জড়ায়। যে এলাকার উচ্চতা ৫,০০০ মিটারেরও বেশি। ঘুষি, হাতাহাতিতে আহত হন দু'পক্ষেরই কয়েকজন জওয়ান। ‘প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘাতের সময় চার ভারতীয় জওয়ান এবং সাত চিনা জওয়ান আহত হয়েছেন।’ ইতিমধ্যেই স্থানীয় স্তরের গোলমাল মিটিয়ে নেওয়া হয়েছে। তবে কি কারণে সংঘাত সৃষ্টি হয়েছে তা জানা যায়নি। প্রসঙ্গত, সীমান্তে দু'দেশের সেনার মধ্যে সংঘাত নতুন কিছু নয়। ২০১৭ সালের অগস্টে লাদাখে প্যাংগং লেকে সংঘর্ঘে জড়িয়েছিল দু'দেশের সেনা। একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছিলেন।
