মাঝ রাস্তায় গাড়ি‌ থামানোয়, জিজ্ঞেস করতেই‌ কবাডি প্লেয়ারকে গুলি ‌পুলিশের, মৃত ১ - BBP NEWS

Breaking

রবিবার, ১০ মে, ২০২০

মাঝ রাস্তায় গাড়ি‌ থামানোয়, জিজ্ঞেস করতেই‌ কবাডি প্লেয়ারকে গুলি ‌পুলিশের, মৃত ১


বিবিপি নিউজ: মাঝ রাস্তায় পুলিশের গুলিতে মৃত্যু হল এক কবাডি খেলোয়াড়ের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পঞ্জাবে।‌ জানা গেছে পঞ্জাব পুলিশের অতিরিক্ত সাব-ইন্সপেক্টর ওই কবাডি খেলোয়াড় কে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই ঘটনায় কবাডি প্লেয়ার অরবিন্দরজিত্‍ সিং-এর মৃত্যু হয়। ওই  এএসআই এর গুলিতে জখম হয়েছে আরও এক যুবক। ঘটনার জেরে শুক্রবার অভিযুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত করেন কাপুরথালার এসএসপি সতিন্দর সিং।

জানা গিয়েছে, বামুওয়াল গ্রামের বাসিন্দা এএসআই পরমজিত্‍ সিং। কাপুরথালা জেলার ধিলোঁ পুলিশ স্টেশনে কাজ করতেন। গত বৃহস্পতিবার নিজের সার্ভিস রিভলভার থেকে অরবিন্দর ও তাঁর এক বন্ধুকে গুলি করেন। মাঝরাস্তায় তাঁদের গাড়ি থামানোর নির্দেশ দেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। কেন গাড়ি আটকানো হয়েছে, তা জিজ্ঞাসা করায় গুলি চালায় বলে অভিযোগ। আহত এক যুবা পরদীপ সিং জানিয়েছেন, রাত সাড়ে নটা নাগাদ তিনি ও আরও পাঁচজন বন্ধু মিলে এসইউভি করে যাচ্ছিলেন। সেইসময় তাঁদের গাড়ি আটকানো হয়। শুধু তাই নয়, এএসআইয়ের গাড়ির চালকও হুমকি দিয়ে যায় তাঁদের। এএসআইয়ের রিভলভারের গুলি লাগে কবাডি খেলোয়াড়ের বুকে। অন্যদিকে আরেকটি গুলি লাগে পারদীপের কাঁধে ও তলপেটে। গাড়িতে করেই রক্তাক্ত দুজনকে মুস্তাফাবাদ গ্রামের একটি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে ভরতি নিতে না চাইলে পরে জলন্ধরের ক্যাপিটল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অরবিন্দজিত্‍-কে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। এরপরেই ঘটনাটি জানাজানি হতেই শুক্রবার অভিযুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত করেন কাপুরথালার এসএসপি সতিন্দর সিং।

Pages