বিবিপি নিউজ: দেশের করোনা ভাইরাস মোকাবিলায় চলছে দ্বিতীয় পর্যায়ে লকডাউন। দেশ জুড়ে এই ঘরবন্দী দশা শেষ হবে আর একদিন পর অর্থাৎ আগামী ৩ মে। এরপরেই আবার লকডাউন বাড়বে না এরপর থেকে শিথিল হবে তার জন্য বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী।
তবে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের আশা, আগামী কয়েক সপ্তাহে করোনাভাইরাসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে জেতা সম্ভব। আশার আলো দেখিয়েছে তাঁর মন্ত্রকও। জানিয়েছে, গত ১৪ দিনে দেশে একলাফে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার ১২ শতাংশ বেড়েছে। তা সত্ত্বেও উদ্বেগ পুরোপুরি কাটে। কারণ নিত্যদিনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যাও উর্ধ্বমুখী।