শাসকদল তৃণমূলের ত্রান শিবিরে সিপিএমের হামল, গুলিবিদ্ধ ১ - BBP NEWS

Breaking

শনিবার, ২ মে, ২০২০

শাসকদল তৃণমূলের ত্রান শিবিরে সিপিএমের হামল, গুলিবিদ্ধ ১


বিবিপি নিউজ: এ এক আজব কান্ড! রাজ্যের শাসকদলের হাতে এই লকডাউন পরিস্থিতি বিরোধীদলীয় নেতাদের উপর হামলার অভিযোগে উঠেছে বারবার। এবার তৃণমূলের ত্রাণশিবিরে হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। চলল গুলিও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের প্রত্যন্ত পাটকেলপোতা গ্রামে।

 শুক্রবার সেখানে একটি মুদি দোকান থেকে ত্রাণ বিলি করছিল তৃণমূল। অভিযোগ শুক্রবার দুপুরে পাটকেলপোতায় ত্রাণ বিলি করছিলেন যখন। তখনই হামলা চালায় কিছু দুষ্কৃতী। প্রথমে শুরু হয় মারধর। তার পর যে সব দোকান থেকে ত্রাণ বিলি হচ্ছিল সেগুলিতে ভাঙচুর চালায় তারা। আগুন ধরিয়ে দেওয়া হয় দোকানে। সংঘর্ষের সময় দুষ্কৃতীদের গুলিতে আজিজুল গাজি নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি তৃণমূলের। দুষ্কৃতীদের মারে আহত হয়েছেন অন্তত ১৫ জন। যদিও এই ঘটনায় স্থানীয় সিপিএমে দাবি, গ্রামে ত্রাণ বণ্টনে বৈষম্য করছিল তৃণমূল। তাতে ক্ষুব্ধ হয়ে হামলা চালান গ্রামবাসীদেরই একাংশ। এই ঘটনায় খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে বসেছে পুলিশ পিকেট।তৃণমূলের দাবি, তাদের ত্রাণশিবিরে হামলা চালিয়েছে সিপিএমের সশস্ত্র দুষ্কৃতীরা। 

:- এই খবরটি 'বিবিপি নিউজ' সম্পাদন করেনি। এটি নিউজ নেটওয়ার্ক থেকে সরাসরি নেওয়া হয়েছে।

Pages