লকডাউন ভাঙলেই গলায় গেঁদা ফুলের মালা, অভিনব পদক্ষেপ পুলিশের! - BBP NEWS

Breaking

শনিবার, ২ মে, ২০২০

লকডাউন ভাঙলেই গলায় গেঁদা ফুলের মালা, অভিনব পদক্ষেপ পুলিশের!


বিবিপি নিউজ: দেশ জুড়ে তৃতীয় দফা লকডাউন ঘোষনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দী অবস্থায় গোটা দেশবাসী। এ সময়ে লকডাউন‌ উপেক্ষা করে প্রয়োজন ছাড়াই অযথা বাড়ির বাইরে বের হচ্ছেন ঘরবন্দী মানুষের। সেই সব মানুষদের এবার গেঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন পুলিশ কমীরা। করোনা পরিস্থিতিতে কয়েদিন আগেই পুলিশদের করজোড় করে ঘরে থাকার জন্য আবেদন করেছিলেন অযথা কোনো দরকার ছাড়া বাইরে বের হওয়া নাগরিকদের। এবরা গেঁদা ফুলের মালা পরিয়ে দিলেন পাঞ্জাবের লুধিয়ানার পুলিশকর্মীরা।

 করোনা সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের সময়সীমা আরও দু'সপ্তাহের জন্য বাড়ানো হল। ৪ মে থেকে পরবর্তী দু'সপ্তাহ লকডাউন জারি থাকবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক নতুন গাইডলাইন তৈরি করেছে এই সময়কালের জন্য। ‘রেড', ‘অরেঞ্জ' ও ‘গ্রিন' জোন অনুসারে এই গাইডলাইন তৈরি করা হয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, ‘গ্রিন' ও ‘অরেঞ্জ' জোনের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হবে। তবে দেশজুড়ে যে কোনও ‘জোন' নিরপেক্ষ ভাবে কিছু বিধিনিষেধ থাকবে বলেও জানানো হয়েছে। বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধই থাকবে। বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা / প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান।সেই সঙ্গে রেস্তোরাঁ, হোটেলও বন্ধ থাকবে। বড় জমায়েতের স্থান যথা সিনেমা হল, মল, জিম ও ক্রীড়া সংস্থাগুলিও বন্ধ রাখা হবে। এছাড়াও সরকার কোনও রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ধর্মীয় সমাবেশও নিষিদ্ধ।

Pages