বিবিপি নিউজ: চুলোয় গিয়েছে করোনা। পান্তা ভাত খাও আর ঘুম দাও। তবেই করোনা দূর হবে। না কোনো গপ্পো কথা নয়। টিকিয়াপাড়ায় পুলিশের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে রবিবারের শান্তি মিছিল করলেন অসংখ্য মানুষ। আর করোনা অতিমারিতে কোথায় যে হারিয়ে গেল সামাজিক দূরত্ব তা ঠাওর করা গেল না। সাধারণ মানুষের এমন জ্ঞানে তাজ্জব বনে গেলন চিকিৎসকেরা।
গত মঙ্গলবার লকডাউন না মেনে হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর চড়াও হন একদল মানুষের। তাদের হামলায় আহত হন দুই পুলিশকর্মী, ভাঙচুর করে পুলিশের গাড়ি। ঘটনার জেরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাওড়ার পৌর কমিশনারকে সরিয়ে দেয় রাজ্য সরকার। তাঁর জায়গায় অস্থায়ী ভাবে দায়িত্ব দেওয়া হয় হাওড়ার অতিরিক্ত জেলাশাসককে।রবিবার সেই ঘটনার প্রতিবাদে শান্তিমিছিল বের হয় সেই টিকিয়াপাড়ায়। মিছিলে অংশগ্রহণ করেন অসংখ্য মানুষ। শিকেয় ওঠে করোনা রোধে লকডাউন, দূরবীন দিয়ে লক্ষ্য করলেও মেলেনি সামাজিক দূরত্ব। গা ঘেঁষাঘেঁষি করেই রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের পাশেই সাধারণ মানুষকে। দেশের করোনা অতিমারি পরিস্থিতিতে এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন চিকিৎসকেরা। চিকিৎসকদের শঙ্কা খুব দ্রুত রাজ্যে করোনা ভাইরাস পরিস্থিত সংকটময় হয়ে দাঁড়াবে।
