রেশনে কারচুপির অভিযোগে ভাঙচুর মোটর সাইকেল‌ সহ দোকান ! - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

রেশনে কারচুপির অভিযোগে ভাঙচুর মোটর সাইকেল‌ সহ দোকান !


বিবিপি নিউজ: লকডাউনে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে বারাবার অভিযোগ করেছেন বিরোধীরা। করোনা পরিস্থিতির মাঝেই খোদ মুখ্যমন্ত্রী অপসারিত করেন রাজ্যের খাদ্যসচিবকে। রেশনে কারচুপির অভিযোগে রেশন দোকানে ভাঙচুর চালিয়ে ব্যাপক বিক্ষোভ নন্দীগ্রামে।

জানা গেছে, নন্দীগ্রামের দু’নম্বর ব্লকের ১৬৩ নম্বর বুথ এলাকায় সাঁইবাড়ি গ্ৰামে রেশন ডিলার তপন সাহুর বিরুদ্ধে রেশনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। গ্রামের মানুষজন রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেশন দোকানের পাশাপাশি দু’টি বাইকে ভাঙচুর চালিয়ে পুকুরেও ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। যাকে ঘিরে বিক্ষোভ, অভিযুক্ত সেই রেশন ডিলার পলাতক।

প্রসঙ্গত দুর্নীতির অভিযোগ এনে ১৯ জন রেশন ডিলারকে গ্রেফতার করে রাজ্যের পুলিশ। গত শনিবার একথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী জানান, মোট ২৭১ জন রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২ জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে ও ৮ জনকে শো কজ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Pages