বিবিপি নিউজ: ফের পরিযায়ী শ্রমিক-পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গুজরাটের সুরাতে। সোমবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিতে জমায়েত করেন একদল শ্রমিকেরা। সেসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এরপরেই বাঁধে ধুন্ধুমার কান্ড। পুলিশের দিকে তেড়ে আসে শ্রমিকেরা। পুলিশকে লক্ষ্য করে চলে ইট-পাথরের বৃষ্টি। উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। শ্রমিকদের ছোড়া ইট-পাথরে গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী।
ANI
✔@ANI
#WATCH Gujarat: A clash erupts between migrant workers & police in Surat. The workers are demanding that they be sent back to their native places.
প্রসঙ্গত, হিরে ও বস্ত্রশিল্পে কাজ করার জন্য বহু শ্রমিক সারা দেশ থেকে সুরাতে আসে। সোমবার বরেলিতে পরিযায়ী শ্রমিকদের একাংশ একটি বাজার অঞ্চলের বাইরে জমায়েত করে। এরপরই পুলিশ সেখানে উপস্থিত হলে শ্রমিকরা পুলিশের উদ্দেশে পাথর ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে। এছাড়াও সুরাতের পালানপুর পাটিয়া অঞ্চলেও শ্রমিকরা প্রতিবাদ প্রদর্শন করে বলে জানা গিয়েছে।
