রাজ্যে সবচেয়ে বেশি 'কনটেনমেন্ট জোন' ৬ জেলায়, দেখে নিন আপনার জেলায় কয়টি! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

রাজ্যে সবচেয়ে বেশি 'কনটেনমেন্ট জোন' ৬ জেলায়, দেখে নিন আপনার জেলায় কয়টি!

বিবিপি নিউজ: মোট ৫১৬ টি স্থানে 'কনটেনমেন্ট জোন'-এর তালিকায় ভাগ করেছে রাজ্যের সরকার। এদিন রাজের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। এর মধ্যে  সবথেকে বেশি 'কনটেনমেন্ট জোন' রয়েছে কলকাতায়। এছাড়াও হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, দুই মেদিনীপুর। দেখে নিন কোন জেলায় কতগুলি 'কনটেনমেন্ট জোন' রয়েছে -

রাজ্যে মোট ৫১৬ টি 'কনটেনমেন্ট জোন' বা সংক্রামক এলাকা,  সেগুলির অধিকাংশই রেড জোনে। বাকিগুলি অরেঞ্জ জোনে।

কলকাতা পুরনিগমের আওতায় সবথেকে বেশি সংক্রামক এলাকা রয়েছে। তা ৩১৮ টি।

উত্তর ২৪ পরগনায় সংক্রামক এলাকার সংখ্যা ৮১।

হাওড়ায় সংক্রামক এলাকা রয়েছে ৭৪ টি।

হুগলিতে সংক্রামক এলাকার সংখ্যা ১৮। 

পূর্ব মেদিনীপুরে সংক্রামক এলাকা হিসেবে ৯ টি জায়গা চিহ্নিত হয়েছে।

পশ্চিম মেদিনীপুরে ৫ টি সংক্রামক এলাকা রয়েছে। 

মালদহে ৩ টি সংক্রামক এলাকা রয়েছে। 

নদিয়ায় সংক্রামক এলাকার সংখ্যা ২ টি।

দার্জিলিঙে সংক্রামক এলাকার সংখ্যা ২ টি।

 জলপাইগুড়িতে সংক্রামক এলাকার সংখ্যা ১ টি। 

কালিম্পঙে সংক্রামক এলাকার সংখ্যা ১ টি। 

দক্ষিণ ২৪ পরগনায় সংক্রামক এলাকার সংখ্যা ১ টি।
পূর্ব বর্ধমানে ১ টি সংক্রামক এলাকা রয়েছে।

Pages