বিবিপি নিউজ: যাত্রীবাহী ট্রেন চলাচল করলে সংক্রমণের হার বাড়তে পারে। এই আশঙ্কাতেই যাত্রীবাহী রেল পরিষেবা নিয়ে আপত্তি জানালেন দেশের তিন রাজ্য। এই তিন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে জানিয়েছেন শুধুমাত্র জরুরি পরিষেবা ব্যতিত অন্য ট্রেন চলাচল করা উচিৎ নয়। তবে রেল পরিষেবা নিয়ে একেবারেই আপত্তি জানিয়েছেন ছত্তিশগড় ও তেলেঙ্গানা।
আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তেলাঙ্গানা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।