বিকেল ৪'টা বাজতেই ক্র্যাশ IRCTC ওয়েবসাইট, দু'ঘন্টা লেটে শুরু বিশেষ ট্রেনের বুকিং - BBP NEWS

Breaking

সোমবার, ১১ মে, ২০২০

বিকেল ৪'টা বাজতেই ক্র্যাশ IRCTC ওয়েবসাইট, দু'ঘন্টা লেটে শুরু বিশেষ ট্রেনের বুকিং


বিবিপি নিউজ: বুকিং শুরুতেই হোঁচট খেল যাত্রীবাহী রেল পরিষেবা প্রকল্প। আজ বিকেলে চারটা থেকে নিদ্দিষ্ট ট্রেনের টিকিট ‌বুকিং শুরু হওয়ার কথা ছিল।‌ কিন্তু চারটে বাজতেই বিপত্তি দেখা দিল IRCTC-র ওয়েবসাইটে। ক্র্যাশ হল রেলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। সঙ্গে সঙ্গেই রেলের পক্ষ থেকে ট্যুইটে আশ্বাস দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।
 

রেল মন্ত্রকের তরফে একটি ট্যুইটে বলা হয়েছে, 'বিশেষ ট্রেন সংক্রান্ত তথ্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে তোলা হচ্ছে। ট্রেনের টিকিট বুকিং কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দয়া করে অপেক্ষা করুন। অসুবিধার জন্য দুঃখিত।' সংবাদসংস্থা পিটিআই  সূত্রে জানা গেছে, ‘১৫ জোড়া বিশেষ ট্রেনের জন্য বুকিং প্রক্রিয়ায় দু'ঘণ্টা দেরি হচ্ছে। সন্ধ্যা ছ'টা থেকে বুকিং শুরু হবে।’ এটি IRCTC-র ওয়েবসাইটেও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর বুকিং শুরু হবে।

Pages