রেশনে সোশ্যাল দূরত্ব শিকেয়, লাঠি হাতে পথে নামলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাদ ঠাকুর - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

রেশনে সোশ্যাল দূরত্ব শিকেয়, লাঠি হাতে পথে নামলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাদ ঠাকুর


নিজস্ব সংবাদদাতা: লকডাউন চলাকালীন দ্বিতীয় পর্যায়ে দেওয়া হচ্ছে রেশন। এ বার চালের পরিমান বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় দূরত্ব বিধি না মেনেই উপচে পড়ছে ভিড়। কোথাও আবার দূর্নীতির অভিযোগে ডিলারদের মারধর করে দোকান ভাঙচুরের অভিযোগও উঠেছে। পরিস্থিতি এমন হয় যে সামাল দিতে লাঠি হাতে নামতে হয় পুলিশকে। শনিবার এমনই চিত্র দেখা গেল, বারাসত, শাসন, দেগঙ্গা, বেড়াচাঁপার মতো এলাকায়। অবস্থা এমন হয় যে, বারাসত জেলা পুলিশের অতিরিক্ত সুপার বিশ্বচাদ ঠাকুরকেও এ দিন দেখা যায়, লাঠি হাতে ভিড় সামলাতে।

এ দিন দেগঙ্গার হামাদামা বাজারে রেশন দোকানে ভিড় করা মানুষের মধ্যে কুপন বিলি করে ডিলারদের সহায়তা করতে দেখা যায় পুলিশকে। আবার শাসন থানার মজলিসপুরে চাল কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। সেই অভিযোগে রেশন দোকানটিতে ভাঙচুর করে জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের পাশাপাশি এ দিন বারাসত, দত্তপুকুর, বামনগাছি, আমডাঙা-সহ বিভিন্ন এলাকার রেশন দোকানে হানা দেন দূর্নীতি দমন শাখার অফিসারেরা। এ বিষয়ে বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যয় এ দিন বলেন, ‘‘রেশনের জিনিসপত্র কম দেওয়া যাবে না। কোনওরকম দুর্নীতি হলেই ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

Pages