শুরু হল তৃতীয় পর্যায়ের লকডাউন, মিলতে পারে আশার আলো - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

শুরু হল তৃতীয় পর্যায়ের লকডাউন, মিলতে পারে আশার আলো


মাসুদূর রহমান,কলকাতা: লকডাউনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ৪০ দিন অতিবাহিতের শেষে আজ থেকে শুরু হলো তৃতীয় পর্যায়ের লকডাউন। গত ২৪ ঘণ্টা শেষে সমগ্র ভারতবর্ষজুড়ে আক্রান্তের সংখ্যাটাও কম নয়। এদিন দেশে মোট ৪১ হাজার আক্রান্তের সংখ্যা পৌঁছলো। যদিও গত ২৪ ঘন্টার মধ্যে ৪০ দিনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে।মৃতের সংখ্যা ৮৩আক্রান্তের সংখ্যা ২৪৮৭জন। তৃতীয় পর্যায়ে লকডাউনকে আরো আঁটোসাঁটো করার উদ্দেশ্যে আজ থেকেই দেশের সবথেকে বেশি আক্রান্ত কুড়ি জেলায় কেন্দ্রীয় দল পর্যবেক্ষণে আসছে‌।এই কুড়ি জেলার মধ্যে রাজ্যের রাজধানী কলকাতাও অন্তর্ভুক্ত।

 এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রবিবার এক বিবৃতিতে বলেছেন,"করোনা আক্রান্ত দুনিয়ায় ভারতের সবথেকে মৃত্যুর হার কম।" পাশাপাশি তিনি এও বলেছেন,"এখনো পর্যন্ত ১০,০০০করোনা আক্রান্ত রোগী চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া দেশের মৃত্যুর হার ৩.২ শতাংশ।"এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য আশার আলো দেখতে শুরু করেছেন। আর সেখানেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, তাহলে কি তৃতীয় পর্যায়ের লকডাউনেই দেশের ভাগ্য নির্ভর করছে? এমন প্রশ্ন কে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য উড়িয়ে দিচ্ছেন না। যদিও এই মুহূর্তে দেশের সামগ্রিক পরিস্থিতি মোটেও ভালো না। তবুও দেশবাসীর উপর আস্থা ভরসা রেখে তাঁরা তৃতীয় পর্যায়ের লকডাউনকেই পাখির চোখ করেছেন।সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের এক সতর্কবার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে," মনে রাখতে হবে সামান্য কয়েক জনের ভুলে যে কোনো গ্রিন জোন রেড জোনে পরিণত হতে পারে বা অরেঞ্জ জোনেও পরিণত হতে পারে।" তাই সর্বাঙ্গীণ ভাবে লকডাউন এর তৃতীয় পর্যায় যে ১৩০ কোটির ভাগ্য নির্ধারণ করছে তা বলাই বাহুল্য।

Pages