বিপাকে বাবুল! "2 টাকার হাফপ্যান্ট মন্ত্রী" বলে কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২০

বিপাকে বাবুল! "2 টাকার হাফপ্যান্ট মন্ত্রী" বলে কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদের



বিবিপি নিউজ : করোনা ভাইরাস পরিস্থিতিতে রাজনৈতিক কাদ ছোড়াছুড়ি আগেই শুরু হয়েছে। একাধিকবার রাজ্য সরকারকে একের পর এক ট্যুইটারে আক্রমণ করে চলেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেই ট্যুইটের ছবি বা ভিডিয়ো ভুয়ো বলে সামনে আসছে।

সম্প্রতি, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়ে শেয়ার করা একটি ছবি ও তথ্য শেয়ার করেও বিপাকে পড়েছেন বিজেপি সাংসদ। ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এবার তৃণমূল ছাত্রপরিষদকে নিয়ে কু-মন্তব্য করে তীব্র আক্রমণের মুখে পড়লেন বাবুল।
মৌমিকা পাল নামে এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছিলেন, 'আমরা তৃণমূল ছাত্র পরিষদ। আমরা আগামীর দেশের ভবিষ্যত। বিশ্ব বাংলা আমাদের গর্ব। আমরা আগামীর নতুন প্রজন্ম। মমতা ব্যানার্জী জিন্দাবাদ।' তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর এই ট্যুইটটির ছবি দিয়েই বাবুল লেখেন, 'খুব শীঘ্রই ভবিষ্যত নয়, ভূত হয়ে যাবে।'

আর এরপরই আসরে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের তরফে থেকে আক্রমণে শুরু হতেই বিপাকে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ট্যুইটারে,কেউ বলেন, '2 টাকার হাফপ্যান্ট মন্ত্রী!! যে যুক্তি দিতে না পেরে নিউজ চ্যানেল থেকে পালায় তার মুখে হুমকি ছাড়া আবার কি!! আপনি সারাজীবন হাফপ্যান্ট মন্ত্রী থাকবেন..আপনার লজ্জা বলে কিছুই নেই আপনি বাচ্চাদের সাথে লাগছেন!!' কেউ আবার লিখেছেন, 'রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন "বেটি বাঁচাও বেটি পড়াও "। তা সত্ত্বেও আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, একজন মহিলাকে খোলাখুলিভাবে হুমকি দিয়ে দেবেন এটা ভাবিনি। জঘন্য অপরাধের সাথে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর অপমানও করলেন।' আর মৌমিকা পাল নিজে বাবুলের ট্যুইটটি দিয়ে লিখেছেন, 'ভুয়ো মিথ্যা খবর ছড়ানো তো আপনার কাজ!' তৃণমূল ছাত্র পরিষদের লাগাতার ওই আক্রমণের মুখে অবশ্য আর পালটা মুখ খোলেননি কেন্দ্রীয় মন্ত্রী।

Pages