ধ্বংসস্তূপে পরিণত হবে কলকাতা সহ ভারতের একাধিক শহর! স্পষ্ট কারণ প্রকাশ গবেষণায় - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২০

ধ্বংসস্তূপে পরিণত হবে কলকাতা সহ ভারতের একাধিক শহর! স্পষ্ট কারণ প্রকাশ গবেষণায়


বিবিপি নিউজ: গোটা বিশ্বে করোনা ভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছেন দিন-রাত। ভাইরাসের থাবায় তটস্থ হয়ে গেছে ভারতও। আক্রান্তের হার বাড়ছে। মৃতের সংখ্যাও বাড়ছে। এরই মধ্যে আরেক খবরে ঘুম উড়েছে কলকাতা শহর থেকে শুরু করে দেশের বেশ কয়েকটি শহরের মানুষদের।

সম্প্রতি, গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে ঘুম উড়িয়েছে। পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের জলস্তর। গবেষকদের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, প্রত্যাশার থেকে অনেক দ্রুত বাড়ছে সমুদ্র জলস্তর। 2100 সালের সমুদ্রের জলস্তর বাড়বে 1 মিটার এবং 2300 সালে বাড়বে 5 মিটার। 

সম্প্রতি সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডারহাম বিশ্ববিদ্যালয়, জার্মানির পটসডাম ইন্সটিটিউড ফর ক্লাইমেট ইমপ্যাক্টের বিজ্ঞানীরা যৌথভাবে একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন। যেখানে তারা জানিয়েছেন বিগত কয়েক বছর ধরেই বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্রের জলস্তর বাড়ছে আর এরকম চলতে থাকলে মানব সভ্যতা হুমকির মুখে পড়তে আর বেশি দেরি নেই। গ্রীনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফ উপকূলে গলছে বিশ্ব উষ্ণায়নের ফলে। রিপোর্টে জানা যাচ্ছে সমুদ্র তীরবর্তী জনপদগুলোর এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে। এমনকি ভারতের কলকাতা মুম্বাই এর মত শহর, আমেরিকার নিউইয়র্ক, সাংহাইয়ের মত শহর সমুদ্র তীরবর্তী শহর গুলি জলচ্ছাসে তলিয়ে যেতে পারে। 

Pages