বিবিপি নিউজ: করোনায় রাজ্যে মৃত্যু মিছিল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। অব্যহত আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১৭১। যদিও রাজ্য সরকারের হিসাবে মৃতের সংখ্যা ৯৯ বলে শনিবার নবান্নে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
নবান্নে স্বরাষ্ট্রসচিব সাংবাদিক বৈঠকে জানান, পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৭৮৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। সুস্থ হয়েছেন ৪৯ জন। এর ফলে বর্তমানে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৪৩ জন। মোট ৩৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি।
