বিবিপি নিউজ: লকডাউনে ঘরবন্দী অবস্থায় তটস্থ গোটা দেশ। এর মধ্যে আবহাওয়ার খামখেয়ালিপনায় হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। তবে কিছুটা হলেও স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির আভাস দিয়েছেন।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে,
বায়ুমন্ডলের উপরিভাগে নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢূকতে থাকায় কলকাতা-সহ রাজ্যের সর্বত্রই আগামী ৪৮ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছেন।
আজ রাতের দিকে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকায় তাপমাত্রা বাড়বে।
