বিবিপি নিউজ: কাল মঙ্গলবার তৃতীয়বারের মত লাদাখের গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষ নিয়ে দু'দেশের মধ্যে কর্পস কম্যান্ডর স্তরের বৈঠকে বসতে চলেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই বৈঠকে মিলিত হবেন দু’দেশের প্রতিনিধিরা। এবারে বৈঠক হবে ভারতের ভূখণ্ডে। শেষ বৈঠকটি হয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চিনের দিকের মলডো এলাকায়।
এক দৈনিক সংবাদ পত্রের খবর অনুযায়ী জানা গেছে, পরিস্থিতিকে শান্ত করতে ও নিয়ন্ত্রণে আনার বিষয়টিই এই আলোচনার কেন্দ্রে থাকবে। এই আলোচনার আগের দুটিই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে, চিনের দিকে হওয়ায় এবারেরটি হচ্ছে ভারতের দিকে। ভারত ও চিনের মধ্যে প্রথম যে বৈঠকটি হয়েছিল, তাতে বলা ভারতের পক্ষ থেকে চিনকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘাঁটি সরিয়ে নিতে বলা হয়। ২২ জুন যে আলোচনা হয়, সেখানেও বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে কথা বলে হয়েছে। আলোচনা ইতিবাচক হয়েছে বলেও খবর পাওয়া যায়।