বিবিপি নিউজ: দেশের প্রধান বিচারপতির মুখে মাস্ক কোথায়, মাথায় হেলমেট কোথায় ? এমনটাই প্রশ্নে ছানাবাড়া সোশ্যাল মিডিয়া। সম্প্রতি একটি বাইকে চড়ে ছবি তুলে বিতর্কে জড়ালেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবেদ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই ছবি প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন বিচারপতি এস বোবেদ। অধিকাংশ নেটিজেনেরা জানিয়েছেন এই ছবি রবিবার নাগপুরে তোলা হয়েছে। যে ছবিতে প্রধান বিচারপতিকে একটি হার্লে ডেভিডসন বাইকে বসে থাকতে দেখা গিয়েছে। যদিও সমালোচনার কারণ বাইক নয়। করোনা ভাইরাস মহামারির আবহে প্রধান বিচারপতির মুখে মাস্ক না থাকা এবং মাথায় হেলমেট না থাকা নিয়েই সমালোচনায় মুখর নেটিজেনরা।
বার এন্ড বেঞ্চ ট্যুইটার হ্যান্ডেল থেকে এক ট্যুইটে বাইক চাপা অবস্থায় প্রধান বিচারপতির ছবি পোস্ট করে বলা হয়েছে ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে হার্লে ডেভিডসন বাইক চালানোর চেষ্টা করছেন। এরপরেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়তে হয়েছে। ট্যুইটারে এক ব্যাক্তি বলেন ইনিই দেশের প্রধান বিচারপতি। ফেস মাস্ক এবং হেলমেট ছাড়া, সামাজিক দূরত্ব বিধি নিষেধ ও নিয়ম না মেনে বাইকে চড়েছেন। যেসব কাজের জন্য সাধারণ মানুষকে দেশের আইন ব্যবস্থা জরিমানা ধার্য করে। এরপরেই এক অ্যাডভোকেট
লিখেছেন হার্লে ডেভিডসনে নাগপুর মহারাষ্ট্রে প্রধান বিচারপতি এস এ বোবদে। আপনার মাস্ক কোথায় মাই লর্ড? তবে ভাইরাল হওয়া ছবিতে বাইকটি স্ট্যান্ড করা রয়েছে। বিচারপতি আদৌ চালিয়েছেন বা শুধুই বাইকটিতে বসেছেন তা এই ছবি থেকে স্পষ্ট নয়। তবে নেটিজেনদের তাতে কি, একের পর এক মন্তব্যে ভরেছে ট্যুইটার।