বয় ফ্রেন্ডের সাথে বিচ্ছেদ, মাঝ আকাশে বিমানের জানালা ভাঙলেন মদ্যপ তরুণী! জরুরী অবতরণ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

বয় ফ্রেন্ডের সাথে বিচ্ছেদ, মাঝ আকাশে বিমানের জানালা ভাঙলেন মদ্যপ তরুণী! জরুরী অবতরণ


বিবিপি নিউজ: বিমান তখন মাঝ আকাশে। ঘুমে প্রায় সকলেই বুঁদ। এমন পরিস্থিতিতে বিমানের জানালা ভাঙ্গার চেষ্টা করলেন এক মদ্যপ তরুণী। আর তার আঘাতে ভেঙেও ফেললেন জানালার কাঁচ। পাইলটের সর্তকতার জেরে প্রাণে বাঁচলেন বিমানের অন্যান্য যাত্রীরা। তড়িঘড়ি জরুরি অবতরণ করাতে হয় বিমানকে।

ঘটনাটি ঘটে গত মাসে, চিনের লিং এয়ারলাইন্সের বিমানে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি লি নামে ওই যুবতী ২৫ মে আবেগপ্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বিমানে নিজের আসনে বসে অঝোরে কাঁদছেন লি। আর তিনি ঘুষি মারছেন জানলার কাচে। ক্রু-রা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আটকাতে পারছেন না। অবশেষে বিমানের জানলার কাচের ভেতরে স্তরে ফাটল ধরাতে সক্ষম হন ওই যুবতী। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট হেনান প্রদেশের রাজধানী ঝেংঝাউতে বিমানটিকে জরুরি অবতরণ করান।বিমানটি শিনিং থেকে পূর্ব চিনের ইয়ানচেঙে যাওয়ার কথা ছিল। পুলিশি জেরায় লি জানিয়েছেন, বয়ফ্রেন্ড তাঁকে ঠকিয়েছে, সম্পর্ক ভেঙে বেরিয়ে গিয়েছেন। সেই দুঃখেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। বিমানের ওঠার আগে অ্যালকোহল সেবন করেন তিনি। 

Pages