বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। ভাইরাসে সংক্রমনের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। মহামারি এই ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়া অধিক সফল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রবিবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের চরম সঙ্কট দেখেছে বিশ্ববাসী। যদিও, সেখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন করোনা মোকাবিলায় যে ডাহা ফেল। সে বিষয়ে নানা বক্তব্যও প্রকাশ করেছেন। কিন্তু, সেখানকার গভর্নররাই তাঁকে পরিচালনা করছেন বলে তিনি জানান। তবে, রাশিয়ায় যুক্তরাষ্ট্রের তুলনায় কম ক্ষতি হয়েছে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গভীর সংকট প্রকাশ পেয়েছে।আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া।