বিবিপি নিউজ: মনুষত্ব আজ লুন্ঠিত, স্বামীর সৎকারে পেল না পাশের আত্মীয়-স্বজন স্বজাতিকে। স্ত্রী একাই করলেন স্বামীর সৎকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখা যায় যেখানে এক মহিলাকে চিতায় আগুন দিতে দেখা যায়। জানা গেছে, ঘটনাটি বাংলাদেশের ময়মনসিংহ এলাকায়।
কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মৃত ওই ব্যক্তি। এরপরের তার অবস্থার অবনতি হতে শুরু করে। শনিবার রাতে ওই ব্যাক্তির মৃত্যু হয়। এর পরেই বাঁধে বিপত্তি। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে পরিবার পরিজনের কেউ সৎকার করতে এগিয়ে আসেনি। অগ্যত স্ত্রী-ই একা স্বামীর সৎকার সম্পন্ন করেন।
