বিবিপি নিউজ: লকডাউনে শুনশান সমুদ্রু উপকূল। আনাগোনা নেই পর্যটক থেকে সাধারণ মানুষের। আর এই সময়ে ওডিশার সমুদ্র উপকূলে জন্ম নিয়েছে ২ কোটির বেশি অলিভ রিডল কচ্ছপ। এবছর ডিম পেরেছিল প্রায় ৪ লক্ষ ৭০ হাজার কচ্ছপ। আর সেই ডিম ফুটেই জন্ম নিয়েছে। ঘটনাটি ঘটেছে গাহিরমাথা স্যানচুয়ারিতে।
ওডিশার গাহিরমাথা বিচ অলিভ রিডলে কচ্ছপের জন্যে বিখ্যাত। প্রায় পাঁচ লাখ মা কচ্ছপ ডিম দিয়েছিল। সেখান থেকেই ২ কোটির বেশি কচ্ছপের জন্ম হয়েছে। তারা এখন বঙ্গোপসাগরে চলে যাচ্ছে।
একটি মা কচ্ছপ সাধারণত ১০০ থেকে ১২০টি ডিম দেয়। ৪৫-৪৫ দিন সময় লাগে ইনকিউবেশন পিরিয়ডের জন্যে। তাদের জীবিত থাকার সময়কালও অন্যান্য কচ্ছপের থেকে বেশি।
