খুন না আত্মহত্যা! তৈরি‌ ধোঁয়াশা, সিবিআই তদন্তের দাবি পরিবারের - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ জুন, ২০২০

খুন না আত্মহত্যা! তৈরি‌ ধোঁয়াশা, সিবিআই তদন্তের দাবি পরিবারের


বিবিপি নিউজ: তাঁর মৃত্যুর খবর শুনতেই বলিউড থেকে শুরু করে অনুরাগীদের মনে নেমে এসেছে শোকের ছায়া। খুব কম সময়ের মধ্যে প্রায় সকলের‌ মনে জায়গা করে নিয়েছিলেন ৩৪ বছরের সুশান্ত। রবিবার তাঁর আত্মহত্যার কথা শুনতেই এক মুহুর্ত নিস্তব্ধ হয়ে যায়। 

 রবিবার বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, মিলেছে প্রেসক্রিপশন। তবে, মেলেনি কোনও সুইসাইড নোট। মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তে এই মৃত্যু আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে সেই আত্মত্যার তত্ত্বই আপাতত সত্য বলে ধরে নিয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় শুধুই অভিনেতা ও তাঁর 'আত্মহত্যা' নিয়েই আলোচনা। তবে, এই পরিস্থিতিতে অভিনেতার পরিবার তা‌ মানতে নারাজ। সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। ইতিমধ্যেই ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে অভিনেতার বাড়ি থেকে। হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে সুশান্তের দেহের।
এরই মধ্যে সুশান্তের মামা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, 'এটা হত্যা।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

Pages