ফের আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু এক কৃষ্ণাঙ্গের,চুপ ট্রাম্প প্রশাসন! - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ জুন, ২০২০

ফের আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু এক কৃষ্ণাঙ্গের,চুপ ট্রাম্প প্রশাসন!


বিবিপি নিউজ: ফের বিক্ষোভের আগুনে আরও ঘি ঢাললেন আমেরিকান পুলিশ। আবারও মৃত্যু এক কৃষ্ণাঙ্গে। এবারো সেই পুলিশের হাতে প্রাণ হারালেন। আর এতেই ফের অগ্নিগর্ভে পরিনত হল ট্রাম্প শাসনের আমেরিকা। এক করোনাতেই মৃত্যুমিছিল আমেরিকার রাজপথে। লকডাউন করেও আটকানো যায়নি আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে বারবার লকডাউন তোলার পক্ষেই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়ডের মৃত্যুর পরে বর্ণবিদ্বেষ ঘিরে আমেরিকার পুলিশি নির্যাতন নিয়ে উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর পরের ঘটনা একেবারে তাজা। ফের আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু হল এক কৃষ্ণাঙ্গের। গ্রেফতার করতে গিয়ে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে পুলিশ মেরেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আটলান্টায়। ঘটনার প্রতিবাদে ইস্তফা দিয়ে দিয়েছেন স্বয়ং আটলান্টার পুলিশ প্রধান এরিকা শিল্ড। জর্জের মৃত্যু নিয়ে এখনও বিক্ষোভ চলছে গোটা আমেরিকাজুড়ে। এই পরিস্থিতিতে আটলান্টার আন্তরাজ্য সংযোগরক্ষাকারী রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন ২৭ বছরের কৃষ্ণাঙ্গ যুবক রেশার্ড ব্রুকস। অবশ্য এই দাবি পুলিশের। সেই সময়ই ওই যুবককে গুলি করে পুলিশ। তাতেই মৃত্যু হয় ওই আন্দোলনকারীর।

Pages