বিবিপি নিউজ: বলিউডের হার্টথ্রব অভিনেতা সুশান্ত সিং রাজপুত আকষ্মিক মৃত যেন মেনে নিতে পারছেন না কেউ। একের পর এক নক্ষত্রপতনে মূর্ছা গেছে ইন্ডাস্ট্রি। প্রথম ইরফান খান, তারপর ঋষি কাপুর এরপরেই অভিনেতা সুশান্ত সিং রাজপুত। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক চাপ সহ্য করতে না নিজেই নিজেকে শেষ করেছেন অভিনেতা। কিন্তু তার পরিবার মানতে নারাজ। ইতিমধ্যেই অভিনেতার মামা সিবিআই তদন্তের দাবি করেছেন। তবে যত সময় এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্যের।
৩৪ বছরের এই সফল,প্রতিভাবান তারকার সঙ্গে কী এমন ঘটল যে আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত? জবাব অধরা। যদিও গত কয়েকমাস ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত,তেমনটাই জানা যাচ্ছে। তাঁর ফ্ল্যাট থেকে নাকি সেই সংক্রান্ত বেশকিছু ওষুধও উদ্ধার হয়েছে। বান্দ্রার জোগার্স পার্কের মাউন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে থাকতেন সুশান্ত। দোতলা এই অ্যাপার্টমেন্টে দুইজন কুক, একজন পরিচারকের সঙ্গে থাকতেন সুশান্ত। রবিবার রাত থেকেই তাঁর অ্যাপার্টমেন্টে ছিল এক বন্ধুও। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে সুশান্তের মৃত্যুর কারণ ‘হ্যাংগিং’,। অরর্থাৎ ঝুলে পড়বার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতা। জানা গিয়েছে সুশান্তের বেশ কিছু অঙ্গের নমুনা পাঠানো হয়েছে কা ফরেনসিক ল্যাবে। তাঁর শরীরেরর কোনও অঙ্গে বিষ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।