বিবিপি নিউজ: মারন ভাইরাসের থাবা ভারতীয় রাজনীতিতে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন
দক্ষিণ ভারতের এক বিধায়ক। বুধবার সকালে চেন্নাইয়ের এক হাসপাতালে তামিলনাড়ুর ডিএমকে(DMK) বিধায়ক জে আনবাঝাগনের মৃত্যু হয়৷
করোনা আক্রান্ত হয়ে দেশে এই প্রথম কোনও রাজনৈতিক নেতার মৃত্যু হল৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডিএমকে প্রধান-সহ বাকি নেতৃত্বও। প্রসঙ্গত, এর আগে মারণ ভাইরাস সংক্রমিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ একাধিক হেভিওয়েট নেতা।