বিবিপি নিউজ: দিন দিন বেড়েই চলেছে মারন ভাইরাস সংক্রমণের সংখ্যা। ভাইরাস অতিমারির ধাক্কায় গত মার্চ মাসের ১৫ তারিখ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরপরে জুন মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাষ দিলেও তা সম্ভব নয় জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। রবিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশাঙ্ক পোখরিয়াল জানিয়েছেন আগামী ১৫ আগস্টের মধ্যে চলতি শিক্ষাবর্ষের সমস্ত পরীক্ষার ফলাফল ঘোষণার চেষ্টা করা হচ্ছে। তবে স্কুল খোলার ব্যাপারে তিনি কিছু জানায়নি।
এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বলেছেন, 'আগামী ১৫ অগস্টের মধ্যে আমরা চলতি সেশনের সমস্ত পরীক্ষার ফল ঘোষণার লক্ষ্য নিয়েছি। যার অর্থ, যে সমস্ত পরীক্ষা ইতোমধ্যে হয়ে গিয়েছে এবং যে সমস্ত পরীক্ষা চলছে- সব ক'টারই ফলাফল ১৫ অগস্টের মধ্যে ঘোষণার চেষ্টা করা হচ্ছে।'কেন্দ্রীয় সরকারের তরফে যখন অগস্ট মাসের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা করা হচ্ছে।
